
আনুশকার যে যমজ বোন আছে সেটাই তো কখনো জানা ছিল না। হঠাত আনুশকার যমজ বোনের ছবি সবার সামনে আসলো। নাকী অন্য কিছু। কী এমন হল যে রাতারাতি লুক বদলে ফেললেন বিরাট পত্নি আনুশকা। তাও আবার নেহাত মেকওভার নয়, এ যেন একেবারে আমূল ভোলবদল। প্লাস্টিক সার্জারি করলেন? কসমেটিক সার্জারি? নতুন সিনেমার লুক নাকি অন্যকিছু। ছবিটা নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পরই এমন হাজারও প্রশ্ন ঘুরতে শুরু করেছে নেটিজেন মহলে। সত্যিই এক ঝলকে দেখে বোঝার উপায় নেই যে তিনি আনুশকা শর্মা নন, অন্য কেউ।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি শ্বেতাঙ্গ মহিলার ছবি। পাশে কোলাজ করা আনুশকা শর্মা। আর এই ছবিই এখন অন্যতম চর্চিত বিষয় নেটপাড়ায়। কিন্তু কে এই মহিলা? ইনি হলেন মার্কিন গায়িকা জুলিয়া মাইকেল। আনুশকা মতোই হুবহু একই রকম দেখতে তাকে। যমজ যাকে বলে।