
বিমানবন্দরে হেঁটে যাচ্ছেন ‘বাহুবলী’ তারকা প্রভাস। তাকে দেখে ভক্তরা ছবি তুলতে চাইবে, এ আর নতুন কী? তবে সেই ভক্তই ছবি তোলার পর হঠাৎই গালে চড় মারবেন সেটা আর কে জানত! এমনটা অনুমান করাও হয়ত সম্ভব নয়। তবে প্রভাসের ক্ষেত্রে এমনটাই ঘটল।
ঘটনাটা অবশ্য ঘটেছে মার্কিন মুলুকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। লস অ্যাঞ্জেলস বিমানবন্দর নিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রভাস, হঠাৎই তাকে দেখে উচ্ছ্বসিত এক তরুণী সেলফি তুলতে চাইলেন, প্রভাসও কোনো দ্বিধা না করে ছবিও তুললেন তার সঙ্গে। এই পর্যন্ত তো ঠিক ঠাকই ছিল। কিন্তু তারপর যা ঘটল শুনলে আপনিও হতবাক হবেন। ছবি তোলার পর হঠাৎই লাফাতে লাফাতে গিয়ে প্রভাসের গালে চড় মেরে চলে যান ওই তরুণী। অকষ্মিক এই ঘটনায় অপ্রস্তুত প্রভাস হেসেই ফেলেন। পরক্ষণে আবারো আরো এক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাকে।