
‘অ্যাভেঞ্জার্স’ সিরিজ একদিক থেকে শেষ হচ্ছে, অন্যদিকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স তৈরি হচ্ছে নতুন নতুন চমক নিয়ে। তবে অনেক চমক এখন পর্যন্ত গুঞ্জনেই সীমাবদ্ধ। শোনা যাচ্ছে, মার্ভেল কমিকের অতিমানবের দলে নাম লেখাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। হলিউডের এই অভিনেত্রীকে দেখা যাবে ‘দ্য ইটারনালস’ সিরিজের একটি ছবিতে।
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে চলছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রাথমিক আলাপ। এই সিনেমার প্রকল্পসংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছেন তথ্যটি। ‘দ্য ইটারনালস’ কমিক নিয়ে সিনেমা পরিচালনা করবেন ক্লোয়ে জাও। ছবির চিত্রনাট্য লিখছেন ম্যাথিউ ফিরপো ও রায়ান ফিরপো। আর বরাবরের মতো ছবির প্রযোজক থাকবেন মার্ভেল প্রধান কেভিন ফেইগ।