
রজনীগন্ধা। এই একটি ছবিতেই বলিউড মাত করেছিলেন এই নায়িকা। মনে পড়ে তাকে?
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, অমল পালেকরের বিপরীতে তিনি কাজ করেছিলেন বাসু চট্টোপাধ্যায় পরিচালিত ছবিটিতে। মাত্র ১৭ বছর বয়সে তিনি মিস বম্বে হয়েছিলেন।
১৮ বছর বয়স থেকে মডেলিং দিয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিন্হা নামের এই অভিনেত্রী। ‘রাজা কাকা’ নামের একটি ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি।
১৯৭৫ সালে ‘ছোটি সি বাত’ ছবিটিতে তার অভিনয় অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। ১৯৭৭ সালের ‘পতী পত্নী অউর উহ’-তেও জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ছবিগুলো ছিল একেবারে অন্যরকম।