
‘মোগ্যাম্বো খুশ হুয়া’ হিন্দি সিনেমার বিখ্যাত সংলাপ। ‘মিস্টার ইন্ডিয়া’য় অমরীশ পুরীর এই ডায়লগ থেকে যাবে সিনে ইতিহাসে। শুধু ডায়লগ নয়। গোটা চরিত্রটি তিনি যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, তা শিক্ষার্থীদের কাছেও অনুসরণযোগ্য বলে মনে করেন অনেকেই। কিন্তু এই চরিত্রে অমরীশ নন। পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অন্য কেউ!
১৯৮৭তে মুক্তি পেয়েছিল ‘মিস্টার ইন্ডিয়া’। ‘মোগ্যাম্বো’র চরিত্রের জন্য শেখর কপূর প্রথম ভেবেছিলেন অনুপম খেরের কথা। সদ্য অমরীশের ৮৭তম জন্মবার্ষিকীতে এ কথা শেয়ার করেছেন অনুপম স্বয়ং।