Header ad

অবশেষে ক্ষমা চাইলেন সানি

নিজের ভুল স্বীকার করে নিলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি এক ঘটনায় বেশ বিপাকে পড়েন এই অভিনেত্রী-আইটেম গার্ল। সানির একটি ভুলের কারণে সমস্যার সম্মুখীন হয়েছেন দিল্লির এক বাসিন্দা।
সম্প্রতি ‘অর্জুন পাতিয়ালা’ নামের একটি ছবি মুক্তি পেয়েছে। সেখানে আইটেম গানে নেচেছেন সানি। গানের শেষ দৃশ্যে দেখা যায় নায়ক দিলজিতকে নিজের ফোন নম্বর দেন সানি। আর কাকতালীয়ভাবে নম্বরটি মিলে গেছে পুনীত আগারওয়ালের নম্বরের সঙ্গে। আর তাতেই বিপত্তি হয়। একের পর এক ফোন আসতে থাকে পুনীতের কাছে। সবাই সানি লিওনকে চাইছিলেন। অনেকেই আপত্তিকর প্রস্তাবও দিতে থাকেন।
গেল ২৬ জুলাই পুনীতের কাছে প্রথম ফোনটি আসে। শুরুতে তিনি ভেবেছিলেন, কেউ হয়তো ঠাট্টা করছে। পরবর্তীতে আসল ঘটনা কি তা বুঝতে পারেন পুনীত।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *