Header ad

এবার উত্তাপ ছড়াবেন জাহ্নবী

এবার দর্শকদের মাঝে উত্তাপ ছড়াতে নতুন ছবি নিয়ে আসছেন বলিউড সেনশেসন জাহ্নবী কাপুর। তার নতুন ছবির নাম ‘গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল’। যেখানে গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী কাপুর।

শৌর্য বীর সম্মানে ভূষিত, ভারতীয় সেনাবাহিনীর প্রথম নারী পাইলটদের অন্যতম, গুঞ্জন সাক্সেনার বায়োপিক, ‘গুঞ্জন সাক্সেনা দ্য কারগিল গার্ল’-এর ফার্স্ট লুক সামনে এল।

বৃহস্পতিবার ২৯ অগাস্ট ছবির পোস্টার সোশাল মিডিয়ায় প্রথম শেয়ার করলেন করণ জোহর।

একসময় ভারতীয় সেনাবাহিনীতে কোনও নারী পাইলট ছিলেন না, নারী অফিসারও না। এমনটা মনে করা হতো যে মেয়েরা এই কাজের পক্ষে উপযুক্ত নন। তবে সেনাবাহিনীর বাইরে অভ্যন্তরীণ ব্যক্তিগত প্লেনে অনেক আগে থেকেই নারীরা লাইসেন্স পেয়েছেন। সরলা ঠাকরালই হলেন প্রথম ভারতীয় নারী যিনি প্লেনের লাইসেন্স পেয়েছিলেন ১৯৩৬ সালে।

করণ জোহর ও জি স্টুডিও প্রযোজিত এই ছবিতে গুঞ্জনের বাবার ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। ছবির শুটিং আপাতত শেষ।

আসছে বছরের ১৩ মার্চ মুক্তি পাবে ছবিটি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *