Header ad

বিয়ের পিঁড়িতে প্রভাস

ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক প্রভাস। ‘বাহুবলি’ ছবির মাধ্যমে তিনি ভারত তো বটেই পাশাপাশি দেশের বাইরেও ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করেছেন। বছর জুড়েই এই অভিনেতা কবে কাকে বিয়ে করতে যাচ্ছেন এ নিয়ে আলোচনা হতেই থাকে।

প্রভাস ভক্তরা প্রিয়তারকার নিয়মিত আপডেট জানতে উদগ্রীব হয়ে থাকেন। ফলে গণমাধ্যমেরও তাকে নিয়ে আগ্রহের কমতি নেই।

পুরোনো গুঞ্জন ‘বাহুবলী’ খ্যাত নায়িকা আনুশকা শেঠিকে বাস্তব জীবনেও জীবনসঙ্গী করতে যাচ্ছেন তিনি। কিন্তু এই গুঞ্জন দুজনেই উড়িয়ে দিয়েছেন।

নতুন খবর হলো এই আমেরিকা প্রবাসী এক ব্যবসায়ির মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই নায়ক। প্রভাসের পরিবারেরও নাকি এই বিয়েতে সম্মতি রয়েছে।

প্রভাসের নতুন ছবি ‘সাহো’র মুক্তির পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ‘সাহো’ ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন ‘আশিকি-২’ তারকা শ্রদ্ধা কাপুর।

এরই মধ্যে ছবির পোস্টার, টিজার ও গান নিয়ে তুমুল আলোচনায় এসেছেন তারা। দুই তারকার রসায়ন দর্শকরা দারুণ গ্রহণ করবেন প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *