Header ad

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হাউসফুল ‘সাপলুডু’

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হাউসফুল ‘সাপলুডু’

দেশব্যাপী তৃতীয়দিনের মতো মহাসমারোহে চলছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র সাপলুডু। সারাদেশে ৪২টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত এবং আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত পলিটিক্যাল থ্রিলারধর্মী চলচ্চিত্রটি।

মুক্তির প্রথমদিন থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সিনেমাটি হাউসফুল। অ্যাকশন আর সাসপেন্স নিয়ে দর্শকদের সামনে এখন সাপলুডু। সিনেমাটি দেখতে চট্টগ্রাম নগরীর সিলভার স্ক্রিন, আলমাস ও সিনেমা প্যালেসে দর্শকদের ভিড় ছিল দেখার মতো। হল মালিকরা বলছেন, সাপলুডু ছবিটি পারিবারিক কাহিনী হওয়ায় পরিবার পরিজন নিয়ে ছবিটি দেখছেন দর্শকদের অনেকেই।

ফরিদপুরের বনলতা সিনেমা হলে সাপলুডু দেখতে উপচেভরা ভিড় ছিল দর্শকদের। হলটিতে সিনেমাটি চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

সিলেটে ব্যাপক সাড়া ফেলেছে সাপলুডু। অনেকদিন পর ভিন্নধর্মী সিনেমা দেখে উচ্ছ্বসিত দর্শকরা।

বরিশালের একমাত্র প্রেক্ষাগৃহ অভিরুচি সিনেমা হলে উৎসাহ উদ্দীপনায় সিনেমাটি দেখতে আসছেন দর্শকরা। সাপলুডুর ট্রেইলর ভালোলাগায় হলে আসার কথা জানালেন দর্শকরা।

এছাড়াও, যশোরের মণিহার, নারায়ণগঞ্জের চাঁদমহল ও গাজীপুরের ঝুমুরসহ দেশের ৪২টি হলে একযোগে দেখানো হচ্ছে সাপলুডু সিনেমা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *