Header ad

আবারও বিবার-হেইলির বিয়ে

আবারও বিবার-হেইলির বিয়ে

জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার ও মার্কিন মডেল হেইলি বল্ডউইন আবারও বিয়ে করেছেন। সোমবার দক্ষিণ ক্যারোলিনার সামারসেট চ্যাপেলে তাদের দ্বিতীয় বিয়ের পর্ব সারেন তারা।

এ সময় তাদের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও কয়েকজন তারকা সেখানে উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে মন্টেজ পালমেটো ব্লাফ রিসোর্টে একটি বিশেষ পার্টির আয়োজন করা হয়।

এদিন হেইলির বোন অ্যালাইয়া বল্ডউইন ও কাজিন আয়ারল্যান্ড বল্ডউইন ব্রাইডমেড হিসেবে ছিলেন। এছাড়া হেইলির বাবা স্টেফের বল্ডউইন ও চাচা অ্যালেক বল্ডউইন এবং বিবারের মা প্যাটি ম্যালেট ও বাবা জেরেমি বিবারও ছিলেন।

বিবার-হেইলি ২০১৬ সালে প্রেমের সম্পর্কে জড়ান। গত বছর ১০ জুলাই ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে হেইলির সঙ্গে বাগদানের বিষয়টি ভক্তদের জানান বিবার।

সেবছর সেপ্টেম্বরে বিয়ে রেজিস্ট্রেশন আদালতে যান বিবার-হেইলি। গুঞ্জন ওঠে, সেসময় আদালতে বিয়ের অনুমতি নয় বরং বিয়ে করে তা নিবন্ধন করাতে সেখানে গিয়েছিলেন এই দুই তারকা জুটি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *