Header ad

মুক্তির কয়েক ঘণ্টায় কোটি দর্শক (ভিডিও)

টানটান উত্তেজনা, বিনোদনের মোড়কে রোমহর্ষক সব অ্যাকশন দৃশ্য নিয়ে পুলিশ অফিসারের বেশে উপস্থিত হয়েছেন সালমান খান। একই ছবির সিকুয়ালে আগের থেকে আরও অ্যাকশনে তৃতীয়বারের মতো হাজির হয়েছেন তিনি।
বলিউডের সুপারস্টার সালমানের দাবাং ৩ সিনেমার ট্রেলার গেল বুধবার মুক্তি পেয়েছে। তৃতীয়বারের মতো চুলবুল পাণ্ডের লুকে ধরা দিয়েছেন তিনি। সালমান খান ফিল্মস ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ট্রেলারটি। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে কোটি ভিউ পেরিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আইডিতে ট্রেলারটি দেখেছেন অগণিত দর্শক।
এর আগে ‘দাবাং’ -এর দুটো ছবিতেই পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের নানা কাণ্ড দেখেছেন দর্শক। এবার চুলবুল পাণ্ডের এই পুলিশ অফিসার হয়ে ওঠার নেপথ্যের কাহিনী দেখবেন দর্শক।
ট্রেলারে যুবক চুলবুল পাণ্ডের ফ্ল্যাশব্যাক অংশটিকেই ছবির মূল আকর্ষণ হিসেবে মনে করা হচ্ছে। ছবিতে সালমান ও সোনাক্ষী ছাড়াও অভিনয় করেছেন আরবাজ খান, মাহি গিল ও সুদীপ। রয়েছেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই মঞ্জরেকর।
২০১০ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল দাবাং, এরপর দাবাং ২-এর পরিচালক হিসেবে দেখা গেছে আরবাজ খানকে। আর এই ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা। আগামী ২০ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *