
কত ঘটনার সাক্ষী এফডিসি। সেখানে শিল্পী কলাকুশলীরা মিলে সিনেমার নানা সিক্যুয়েন্স বাস্তব সম্মতভাবে তুলে ধরার চেষ্টা করেন। সিনেমার দৃশ্য দর্শকদের কাঁদায়। কখনও বা হাসায়। আবার নায়ক-নায়িকার রোমান্স দর্শকের আলোড়িত করে।
সম্প্রতি এফডিসিতে অপূর্ব রানা পরিচালিত উন্মাদ ছবির শুটিং হলো। সেখানে জাঁকজমকভাবে সেট নির্মাণ করে টানা ৫ দিন দৃশ্যধারণ হয়। আর এই লটেই নায়িকা অধরা খানের বিয়ের শুটিং হয়ে গেল।
অধরা খান অভিনীত উম্মাদ চতুর্থ চলচ্চিত্র। আগে নায়ক, মাতাল নামে দুটি ছবি মুক্তি পেয়েছে তার। অন্যদিকে তার অভিনীত পাগলের মতো ভালোবাসি মুক্তির অপেক্ষায়। কিন্তু আগের তিন ছবির কোনোটিতেই বিয়ের দৃশ্যে কাজ করা হয়নি নায়িকার।