
সুস্থ হয়ে দু’মাস আগেই দেশে ফিরেছেন ঋষি কাপুর। আর আসা মাত্রই কাজে লেগে পড়েন তিনি। যে সমস্ত ছবির শ্যুটিং মাঝপথে ছেড়ে চলে গিয়েছিলেন তা আবার নতুন করে শ্যুট করেন অভিনেতা। তবে এবার আর পর্দায় বাবা কিংবা ঠাকুরদার চরিত্রে কাজ করতে পারবেন না ঋষি কাপুর!
অভিনেতা সোজা জানিয়ে দেন, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র ছাড়া কাজ করবেন না। সিনেমার বিষয়বস্তুতে দম থাকতে হবে এবং তার চরিত্র যাতে মজবুত হয় এমন ছবির অপেক্ষায় আছেন বর্ষীয়ান অভিনেতা।
ঋষি বলেন, ‘আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি। ছবিতে আমার চরিত্র কতটা দেখানো হবে তা নিয়ে ভাবতে নারাজ কিন্তু এমন ভূমিকায় অভিনয় করতে চাই যেখানে কিছু করার এবং দেখানোর সুযোগ থাকবে। অভিনেতা বা অভিনেত্রীদের বাবার চরিত্রে আর কাজ করতে চাই না। অনেক হয়েছে, আগেও আমি এই ধরণের চরিত্রে কাজ করেছি। এখন আর নয়। নতুন কিছু করার অপেক্ষায় আছি।’
‘কাপুর অ্যান্ড সন’ এবং ‘মুল্ক’-এ অভিনেতাদের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ঋষি কাপুর। এবং ‘কাপুর অ্যান্ড সন’-এর জন্য বিশেষ পুরস্কারও পান তিনি।