Header ad

নতুন বছরেই প্রভাসের বিয়ে

দক্ষিণী সুপারস্টার প্রভাস। বাহুবলী ছবির জন্য ব্যাপক পরিচিতি তার। এই তারকার প্রেম-বিয়ে নিয়ে নিয়মিত চর্চা হয়ে থাকে। মোস্ট এলিজেবল ব্যাচেলরের নাকি এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
সহ-অভিনেত্রী আনুশকা শেঠি ও কাজল আগাওয়ালের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নায়ক।
সম্প্রতি প্রভাসের বিয়ে নিয়ে মুখ খুলছেন তার ঘনিষ্ঠ এক আত্মীয়। শ্যামলা দেবী নামে সেই আত্মীয় নায়কের বিয়ের প্রসঙ্গে কথা বলেছেন। তেলেগু একটি ওয়েবসাইট শ্যামলা দেবীর উক্তি হিসেবে লিখেছে, ‘আমরা প্রভাসের বিয়ের জন্য অধীর আগ্রহে রয়েছি। আমরা ওর বিয়ের গুঞ্জন নিয়ে খুবই মজা করি। যদিও আমাদের পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই প্রভাসের জন্য পাত্রী খোঁজার কাজ চলছে।’
আগামী বছর প্রভাসের ‘জান’ নামের একটি ছবি মুক্তি পেতে চলেছে। আপাতত সেটির শুটিং নিয়েই প্রভাস ব্যস্ত। ছবিটি মুক্তির পর পরই হয়তো বিয়ে করবেন প্রভাস এমনটাই শোনা যাচ্ছে।
বলিউডের শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘সাহো’ ছবিতে কাজ করেছেন প্রভাস। তখন সাক্ষাৎকারে তাকে বিয়ের ব্যাপারে জানতে চাইলে বলেছিলেন, ‘এটা একেবারেই আমার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে এখানে কিছু বলতে চাই না।’ ব্যক্তিগত বিষয় নিয়ে প্রভাস সব সময়ই আড়ালে থাকতে পছন্দ করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *