Header ad

করোনায় আক্রান্ত অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী রিতা উইলসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিন ঘন্টা আগে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজেই এ তথ্য জানিয়েছেন ‘ফরেস্ট গাম্প’ খ্যাত এই অভিনেতা।

৬৩ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘বন্ধুরা, রিতা এবং আমি এখন অস্ট্রেলিয়ায় রয়েছি। আমাদের কিছুটা ক্লান্তি অনুভব হয়েছিল, আমাদের ঠান্ডা লেগেছিল এবং শরীরে ব্যথাও ছিল।’

স্ত্রীর শরীরের লক্ষণগুলো বর্ণনা করে হ্যাঙ্কস বলেন, ‘রীতার শরীরও সময় সময় ঠান্ডা হয়েছিল। সামান্য জ্বরও ছিল। এমনটা হওয়ায় বৈশ্বিক পরিস্থিতিতে আমরা দুজনেই করোনাভাইরাস পরীক্ষা করেছি। এবং এটি ইতিবাচক বলে প্রমাণিত হয়েছে।’

দ্য নিউইয়র্ক টাইমস, ইউএস ম্যাগাজিনসহ যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে হ্যাঙ্কস-রিতা দম্পতিকে আইসোলেশেনে রাখা হয়েছে। তবে এই দম্পতি নিজেদের স্বাস্থ্যের আপডেট ভক্তদের নিয়মিত জানাবেন বলে জানিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *